সিলেটটুডে ডেস্ক

০৭ মে, ২০১৬ ১১:৩১

সিল মারা ব্যালট নিয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা: জামালপুরের দুই নির্বাচন কর্মকর্তা আটক

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় একটি ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রের আগে থেকেই সিল মারা ব্যালটবাক্স নিয়ে কেন্দ্রে প্রবেশের সময় ওইদুটি কেন্দ্রের দুই প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে শনিবার (৭ মে) সকাল ৮টায় শুরুর আগে প্রিসাইডিং অফিসার আটকের পর ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। আটক দুই প্রিসাইর্ডিং অফিসার হলেন-সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আনিসুজ্জামান ও আচ্চাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আকরামুজ্জামান।  

বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল জানিয়েছেন, সকালে ওই দুই কেন্দ্রে ভোট শুরুর আগে রাতেই সিল মেরে রাখা হয়েছিল ব্যালটবাক্স নিয়ে তারা কেন্দ্রে আসেন। এ ব্যাপারে ওই দুই প্রিসাইডিং কর্মকর্তা জড়িত থাকায় তাদের আটক করেছে পুলিশ। এছাড়া ওই দুই কেন্দ্র স্থগিত করা হয়েছে।

দেশব্যাপী ইউপি ভোটের চতুর্থ দফায় জামালপুরের বকশীগঞ্জ , মাদারগঞ্জ ও মেলান্দহ এই তিন উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

আপনার মন্তব্য

আলোচিত