০৮ মে, ২০১৬ ২২:৪১
কণ্ঠশিল্পী জেসমিন আহমেদ মল্লিক মিমো’র রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
তার মৃত্যুর কারণকে রহস্যজনক বলছে পুলিশ। নিহত জেসমিন হাইওয়ে রেঞ্জের ডিআইজি ফখরুল ইসলাম মল্লিকের স্ত্রী।
ভাটারা থানা পুলিশ জানিয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকায় নিজেদের ছয়তলা বাড়ির সামনে থেকে জেসমিনের অচেতন দেহ উদ্ধার করার পর অ্যাপোলো হসপিটালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু কিভাবে তিনি মারা গেলেন তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ছাদ থেকে পড়ে গিয়ে জেসমিনের মৃত্যু হতে পারে। কারণ ঘটনার কিছুক্ষণ আগে একটি চিৎকার শোনার কথা জানান কয়েকজন প্রত্যক্ষদর্শী।
প্রতিবেশীরা জানান, প্রায় বিকালেই ছাদে হাঁটতেন জেসমিন।
আপনার মন্তব্য