সিলেটটুডে ডেস্ক

১০ মে, ২০১৬ ২০:৩৫

নিজামীর স্বজনেরা কারাগারের ভেতরে

ফাঁসি কার্যকরের আগে ‘শেষ দেখা’ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে গেছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর স্বজনেরা।

মঙ্গলবার (১০ মে) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কারাফটকে পৌঁছান নিজামীর ২৬ জন স্বজন। এর ৫/৭ মিনিট পর প্রক্রিয়া শেষে কারাগারের ভেতরে যান তারা। 

এর আগে নিজামীর অন্যতম আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, “কারা কর্তৃপক্ষ দেখা করতে যেতে বলেছে। উনারা (পরিবার) যাচ্ছেন।” 

কারাফটকে তাদেরকে নিয়ে আসা গাড়ির ড্রাইভার জানান, দেখা করতে যাওয়া স্বজনদের মধ্যে নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী, বড় ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, মেজ ছেলে ডা. খালেদ, মেয়ে, দুই পুত্রবধূ, চার ভাতিজা, এক চাচা, এক খালা, দুই বোন, এক ভাইসহ মোট ২৬ জন সদস্য রয়েছেন। 

কারাফটকে প্রথম গাড়ি থেকে ৫ জন (ঢাকা মেট্রো -চ ১৬-০২৫৭), দ্বিতীয় গাড়ি থেকে ‍২ শিশুসহ ৭ জন (ঢাকা মেট্রো -চ ৫৩-১৪৬৪) ও তৃতীয় গাড়ি থেকে আরো ২ শিশুসহ ১৪ জনকে (ঢাকা মেট্রো ঘ- ১১-৮৬৩৮) নামতে দেখা যায়। 

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ইতোমধ্যে বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিজামী রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা না করলে যে কোনো সময় দণ্ড কার্যকর করা যাবে।

এদিকে মঙ্গলবার বিকাল থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কারা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

কারাগারের সামনের সড়কে ব্যারিকেড বসানো হয়েছে। যানচলাচল সীমিত করে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত