
১২ মে, ২০১৬ ০১:৫৮
রাজধানীর মগবাজারে আরিফ(২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আরিফ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে জানা যায়।
বুধবার (১১ মে) রাত ১০টার দিকে মগবাজার চেয়ারম্যান গলির নয়তলা ভবনের সামনে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
জানা যায়, পূর্ব শত্রুতার জেরে তাকে একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় এলাকাবাসী আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করালে রাত ১টার দিকে তিনি মারা যান।
ঢামেক পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক জানান, আরিফ ৩৫নং ওয়ার্ড যুবলীগকর্মী। নিশাত নামের এক যুবকের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই তাকে একা হত্যা করেছে দুর্বৃত্তরা।
আপনার মন্তব্য