
১২ মে, ২০১৬ ২২:২৩
এক বছর আগে ধর্মীয় উগ্রবাদীদের চাপাতির কোপে নিহত হওয়া ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট অনন্ত বিজয় দাসকে স্মরণ করা হয়েছে চট্টগ্রামে। সেই সাথে অনন্ত বিজয়ের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্লগার, এক্টিভিষ্ট ও শুভানুধ্যায়ীরা।
১২ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্বলনের মাধ্যমে অনন্ত বিজয়কে স্মরণ করা হয়।
এ সময় উপস্থিত সকলে এক মিনিট নিরবে দাঁড়িয়ে থেকে লেখালেখির কারণে খুন হওয়া অনন্ত বিজয়ের প্রতি শ্রদ্ধা জানান। আয়োজিত এই কর্মসূচিতে অনন্ত বিজয় সহ সকল ব্লগার হত্যার বিচার দাবি জানানো হয়। মুক্তচিন্তার পথ প্রসারিত করার দাবিও জানানো হয়।
সংক্ষিপ্ত সমাবেশে আয়োজকদের পক্ষে বক্তব্যে এডভোকেট রাজেস পাল বলেন, "অভিজিৎ দা (অভিজিৎ রায়) হত্যার এক বছর পেরিয়ে গেছে গত ২৬ ফেব্রুয়ারি, ৩০ মার্চ ওয়াশিকুর বাবু হত্যার এক বছর পূর্তি গেলো। আজ অনন্তদার বিচার চাইছি। কিন্তু আসলে যে কার কাছে বিচার চাইছি আমি বুঝতে পারছিনা। যেখানে সরকারের পক্ষ থেকে এইসব হত্যার দায় নিবেনা সরাসরি জানিয়ে দেয়, সেখানে আমি জানিনা আসলে কার কাছে অনন্ত,অভিজিৎদা হত্যার বিচার চাইছি। তবুও যতদিন বিচার হবেনা চিৎকার করে যাবো বিচার চাই, বিচার চাই। সকল ব্লগার হত্যার বিচার চাই।
মুক্তচিন্তার উপর আঘাতকে 'অন্ধকারের বার্তা' উল্লেখ করে উপস্থিত বক্তারা সরকারকে অন্ধকারের হাত থেকে দেশকে রক্ষা করার আহবান জানান।
ব্লগার হিল্লোল দত্ত বলেন, আজ যারা আমরা এখানে একত্রিত হয়েছি, আমরাই অনন্ত। অনন্তের আদর্শ আমরা ছড়িয়ে দিবো যার যার মত করে। আমাদের কলম চলবে বইকি থামবে না।
সমাবেশে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ডও বহন করতে দেখা যায়।
প্রতিবাদী এই স্মরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিল্লোল দত্ত, এডভোকেট রাজেশ পাল, সৃজিতা মিতু, ইসমাইল আজাদ শাকিল, পুষ্প গুপ্ত মুন প্রমুখ
আপনার মন্তব্য