
১৭ মে, ২০১৬ ১২:৩২
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে মাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মে) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ নিয়ে যাওয়া একটি ট্রাক চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। এদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। তাদের লাশ চৌদ্দগ্রাম থানায় রয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, গাছ বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশার চালক, একজন যাত্রী ও এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পরপর ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে গেছে। ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য