সিলেটটুডে ডেস্ক

০৫ জুন, ২০১৬ ১৪:২০

নাটোরে খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের নাম সুনীল গোমেজ, তিনি সুনীল বনপাড়া খ্রিস্টানপাড়া এলাকায় মুদি ব্যবসা করতেন।

রোববার (৫ জুন) বেলা ১২টার দিকে বনপাড়া খ্রিস্টান ধর্মপল্লী এলাকায় তার নিজের মুদি দোকানেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

স্থানীয়রা জানান, সকাল ৮টায় ধর্মপল্লী থেকে প্রার্থনা শেষে নিজ বাড়িতে রাস্তামুখী মুদি দোকানে বসেন সুনীল গোমেজ। এরপর ১২টার দিকে খদ্দের বেশে অজ্ঞাত দূর্বৃত্তরা তার দোকানে গিয়ে ঘাড়ে কুপিয়ে ও গলা কেটে তাকে হত্যা করে পালিয়ে যায়। এ সময় তার স্ত্রী ও মেয়ে বাড়িতে থাকলেও তারা কিছুই বুঝতে পারেননি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বিকাশ হিউর্বাট রিবেরু বলেন, 'আমরা বাকরুদ্ধ, কোন মন্তব্য করতে পারছি না। সুনীল বৃদ্ধ, শান্তি প্রিয় মানুষ। তাকে কেন হত্যা করা হলো, বুঝতে পারছি না।'

আপনার মন্তব্য

আলোচিত