সিলেটটুডে ডেস্ক

০৬ জুন, ২০১৬ ১৪:১০

মিতু ও সুনীল গোমেজ হত্যাকারীদের বিচার চাইলেন খালেদা জিয়া

পুলিশ কমিশনার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু  ও খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গত রোববার (৫ জুন) চট্টগ্রামে মিতু ও খুলনায় সুনীলকে হত্যা করে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা। মিতুর স্বামী দেশে জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযানের কারণে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। এদিকে, সুনীল গোমেজের হত্যার দায় স্বীকার করে বার্তা দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস); দায় স্বীকারের দাবি করা খবর দিয়েছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইনটেলিজেন্স।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, 'দেশে শুরু হয়েছে সিরিয়াল কিলিং। মানুষ নিরাপত্তাহীন অন্ধকার গুহায় বসবাস করছেন। চারিদিকে ভয়,শঙ্কা আর আতঙ্ক নিয়েই মানুষ এখন অনিশ্চিত জীবনযাপন করছেন।'

সোমবার (৬ জুন) পাঠানো এ বিবৃতিতে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু ও নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যার উদ্বেগ ও নিন্দা জানানো হয়েছে।

খালেদা জিয়া বলেন, 'জঙ্গিদের তৎপরতা দমন করার পরিবর্তে সরকার প্রতিহিংসার আক্রোশে বিরোধী দলের ওপর দায় চাপিয়েই নিজেরা নিষ্কলঙ্ক হতে পারছে না। তাই প্রকৃত দুষ্কৃতিকারীদের গ্রেফতারের পরিবর্তে বিভ্রান্তমূলক কথাবার্তা ছড়াচ্ছে। আর এই সুযোগে জঙ্গিরা আরো বেশি শক্তিশালী হওয়ার সুযোগ পাচ্ছে। তারা প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটাচ্ছে।'

তিনি বলেন, 'বিদেশি হত্যা থেকে শুরু করে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ও তাদের ধর্মগুরু, মসজিদের ইমাম, শিয়া মুসলমান, পীর ও পীরের শিষ্য কেউই ঘাতকদের অস্ত্রের আঘাত থেকে রেহাই পায়নি। জনপদের পর জনপদে এখন শোকের মাতম উঠেছে।'

আপনার মন্তব্য

আলোচিত