সিলেটটুডে ডেস্ক

১০ জুন, ২০১৬ ১৭:২০

পণ্যে দর কারসাজি, আগোরাকে ১ লাখ টাকা জরিমানা

পণ্যে দর কারসাজির অভিযোগে চট্টগ্রামের শহরের গোলপাহাড় এলাকায় অবস্থিত আগোরা সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।


শুক্রবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে আদালত এ জরিমানা করেন।


জরিমানার বিষয়ে তাহমিলুর রহমান সাংবাদিকদের জানান, আগোরা সুপার সপে ১৫ টাকার কাঁচা মরিচ ৮০ টাকায় বিক্রি করছে, ৩০ টাকা দামের টমেটো বিক্রি করছে ৬৫ টাকায়। ৪৮ টাকার চিনি ৬৩ টাকায় এবং ৭৫ টাকার ছোলা ৮৩ টাকায় বিক্রি করছে।


তিনি বলেন, 'রমজান উপলক্ষ্যে কিছু পণ্যের দামে কারসাজির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।'

পূর্ব ঘোষণা অনুযায়ী রমজানের প্রথম দিন থেকেই অভিযান শুরু করে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম।

 

আপনার মন্তব্য

আলোচিত