পাবনা প্রতিনিধি

২৪ জুন, ২০১৬ ২০:০৪

সাঁথিয়ায় উপজেলার জামায়াতের আমীর গ্রেপ্তার

পাবনার সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর ও পার গোপালপুর মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল কদ্দুস (৬০) কে গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ।


জানা যায়,আজ (শুক্রবার) বিকেল সাড়ে ৩ টার দিকে সাঁথিয়া পৌর কাঁচা বাজার এলাকা থেকে মাওলানা আব্দুল কদ্দুসকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্র জানায়, তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতকে থানায় রেখে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতার বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে। মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামী কাল  শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে

আপনার মন্তব্য

আলোচিত