সিলেটটুডে ডেস্ক

২১ জুলাই, ২০১৬ ১০:০২

রেল লাইনের বিকল ট্রাক, ইঞ্জিন উল্টে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

ফেনীর ফতেহপুর রেল ক্রসিংয়ে রেল লাইনের উপর বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের সংঘে ধাক্কা লেগে মালবাহী ট্রেনের ইঞ্জিন উল্টে চট্টগ্রামের সাথে সারা  দেশের রেল যোগাযোগ সাময়িক বিছিন্ন রয়েছে।


ফেনী রেলস্টেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, উল্টে পড়া ইঞ্জিন উদ্ধারের জন্য চট্টগ্রাম ও লাকসাম জংশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হননি। ইঞ্জিন সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ওই রেল কর্মকর্তা।

এর ফলে চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুরগামী অনেকগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।

আপনার মন্তব্য

আলোচিত