বেনাপোল প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:২০

শার্শায় স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

'আঠারোর আগে বিয়ে নয়' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সাহায্য সংস্থা ওয়ার্ল্ডভিশনের চাইল্ড সেফটি নেট প্রজেক্ট এর আয়োজনে উক্ত বিতর্ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতা শেষে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশনের এরিয়া সমন্বয়কারী মাইকেল মণ্ডল, মোহনা টেলিভিশন বেনাপোল প্রতিনিধি শিশির কুমার সরকার, শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এ ইউ এম আমজাদ হোসেন, প্রজেক্ট অফিসার বিপ্লব কান্তি বৈদ্য প্রমুখ।

দুইটি বিভাগে ৬ জন ছাত্রী ও ৬ জন ছাত্র করে মোট ১২জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার, আলমগীর হোসেন, বদিউজ্জামান খান বাবু ও জসিম উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত