প্রান্ত দেবনাথ রনি, রাঙামাটি থেকে

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৭

উজানের পানিতে ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ভারতীয় উজানের পানিতে ডুবে গেছে রাঙামাটির পর্যটক আকর্ষণের অন্যতম স্থাপনা পর্যটনের ঝুলন্ত সেতুটি। ফলে এই স্থানে সব ধরণের পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পর্যটন কর্তৃপক্ষ।

শহরে কোন ঝড়বৃষ্টি না থাকলেও রোববার (১৮ সেপ্টেম্বর) বিকাল থেকেই আকস্মিকভাবে বাড়তে শুরু করে কাপ্তাই হ্রদের পানি। সীমান্তবর্তী মিজোরাম রাজ্যে থেকে বয়ে আসা পানির চাপেই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ব্রিজটি তলিয়ে গেছে বলে ধারণা স্থানীয়রা।

উদ্ভূত পরিস্থিতিতে পানি বৃদ্ধির কারণে সেতুর উপর দিয়ে পর্যটক চলাচল বন্ধ ঘোষণা করেছে পর্যটন কর্তৃপক্ষ।

এদিকে আকস্মিকভাবে সেতুটি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা। দূরদূরান্ত থেকে বেড়াতে আসা অনেকেই নিজেদের হতাশার কথা জানিয়েছেন।

পর্যটন কর্তৃপক্ষ আশা করছেন, শীঘ্রই পানি কমবে এবং সংস্কার শেষে সেতু চালু করা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই সেতু এলাকায় পর্যটক প্রবেশ বন্ধ করা হয়েছে বলেও জানান তারা।

রাঙামাটি পর্যটনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেতুতে চলাচল বন্ধ করা হয়েছে। পানি কমার পর সেতুটির প্রয়োজনীয় সংস্কার শেষে সেতুটি আবার পর্যটকদের জন্য খুলে দেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত