বেনাপোল প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০১৬ ১১:২৩

বেনাপোলের পণ্য গুদামে আগুন নেভাতে সাহায্য করল ভারতের দমকল

এপাশে বেনাপোল, ওপাশে হরিদাশপুর-বনগাঁ। একই সংস্কৃতির দুই জনপদ নানা বিষয়েই সম্পর্কিত। প্রতিবেশীর বিপদেও তাই এগিয়ে আসাতে হয়। সেরকমই ঘটল রোববার। বেনাপোলের পণ্য গুদামে আগুন নেভাতে বেনাপোলের ফায়ার সার্ভিস কর্মীরা যখন গলদঘর্ম। তখন পার্শ্ববর্তী বনগাঁ থেকে ছুটে দল পশ্চিমবঙ্গের দমকল বাহিনী। যশোর থেকে অতিরিক্ত ফায়ার সার্ভিস ইউনিট আসার আগে বনগাঁর দমকল কর্মীরাই রাখলেন বড় ভূমিকা।

রবিবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের বেনাপোলে ভয়াবহ আগুন লাগে৷ বিধ্বংসী আগুনে পুড়ে যায় অন্তত ২৩টি গুদাম৷ গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়৷ গুদামে থাকা ভারত থেকে আমদানি করা বহু জিনিসও পুড়ে যায়৷

অগ্নিকাণ্ডের খবর পেয়ে যশোর থেকে বাংলাদেশ দমকল বাহিনীর ১২টি ইঞ্জিন চলে আসে৷ কিন্তু তীব্র ধোঁয়ায় বাংলাদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষে কাজ করা প্রায় অসম্ভব হয়ে ওঠে৷ অবস্থা সামাল দিতে পশ্চিমবঙ্গ থেকে দমকলের দু’টি ইঞ্জিন যায়৷ উত্তর ২৪ পরগনার ডিভিশনাল ফায়ার অফিসার সমীর চৌধুরী কলকাতার সংবাদ প্রতিদিন পত্রিকাকে জানিয়েছেন, আগুন নিভিয়েই দু’টি ইঞ্জিন ভারতে ফেরত নেয়া হয়েছে৷

খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে চলে আসেন ভারতীয় শুল্ক দফতরের কয়েক জন কর্মকর্তা ও পেট্রাপোল ক্লিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা৷ এ ছাড়াও বেনাপোলের মেয়র আশরফ আলি লিটন ও যশোরের এমপি মহম্মদ আমিনুদ্দিন দুর্ঘটনাস্থলে আসেন৷ অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, পুড়ে যাওয়া পণ্যের আর্থিক মূল্য এখনও স্পষ্ট নয়৷

আপনার মন্তব্য

আলোচিত