এম এইচ মকিম, পাবনা

২০ অক্টোবর, ২০১৬ ১২:১৬

অর্থ আত্মসাতের অভিযোগে পাবনায় অগ্রণী ব্যাংকের পাঁচ কর্মকর্তা গ্রেপ্তার

ভুয়া বিল ও বাউচারের মাধ্যমে ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের পাবনার পাকশী শাখার সাবেক ব্যবস্থাপকসহ পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাবনা শহর ও ঈশ্বরদী উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন অগ্রণী ব্যাংকের পাকশী শাখার সাবেক ব্যবস্থাপক মো. আফসার আলী, মোঃ. কাওসার হোসেন ও মোশারফ হোসেন এবং কর্মকর্তা রমজান আলী ও নুরুল ইসলাম।

দুদক সূত্র জানায়, ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ভুয়া বিল ও ভাউচারের নামে অগ্রণী ব্যাংকের পাকশী শাখার ওই সব ব্যবস্থাপক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজশে ব্যাংকের ৯৬ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে দুদক একটি মামলা করলে তাদের গ্রেপ্তার করা হয়।

পাবনার আদালত পুলিশের পরিদর্শক মো. শামসুল ইসলাম জানান, তিনি দুদকের গ্রেপ্তারের খবর শুনেছেন। তবে পাঁচ ব্যাংক কর্মকর্তাকে এখনো আদালতে বা কারাগারে পাঠানো হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত