সিলেটটুডে ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৬ ০২:১৯

জলবায়ু সম্মেলন : সোমবার মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে মরক্কো যাচ্ছেন।

এ মাসের শুরুতে জলবায়ুবিষয়ক প্যারিস চুক্তি কার্যকর হওয়ায় এবারের জলবায়ু সম্মেলনের বিশেষ তাৎপর্য রয়েছে। মরক্কোর মারাক্কেশে অনুষ্ঠেয় এ সম্মেলনে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জলবায়ু সম্মেলনে ৫৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে থাকছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ।

এ বিষয়ে রোববার তাঁর দপ্তরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, গত বছর প্যারিস চুক্তিতে বাংলাদেশসহ ১৯৭টি দেশ সই করেছিল। এ পর্যন্ত বাংলাদেশসহ ১০৯টি দেশ চুক্তিটি অনুসমর্থন করেছে। চুক্তি কার্যকরের ন্যূনতম আবশ্যকীয় শর্তগুলো পূরণ হওয়ায় ৪ নভেম্বর থেকে চুক্তিটি কার্যকর হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এবারের জলবায়ু শীর্ষ সম্মেলনে ৫৬ জন রাষ্ট্র ও সরকারপ্রধান যোগ দিচ্ছেন। এর মধ্যে ৩৭ জন রাষ্ট্রপ্রধান ও ১৯ জন সরকারপ্রধান রয়েছেন। সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

প্রধানমন্ত্রীর আগামী বুধবার মরক্কো থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত