সিলেটটুডে ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০১৬ ২০:৫৫

দায়িত্বে অবহেলার কারণে নাটোরে এসআইসহ ৪ পুলিশ সাময়িক বরখাস্ত

নাটোর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ঢাকার সাভারের আমিন বাজারে হাতকড়াসহ শামীম (২০) নামে হত্যা মামলার এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) চার সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

হত্যা মামলার আসামি শামীম নাটোর শহরের হুগোলবাড়িয়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাতে নাটোর কারাগার থেকে শামীম নামে হত্যা মামলার এক আসামিকে যাত্রীবাহী বাসে করে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাচ্ছিল উপ পরিদর্শক এহতেশামের নেতৃত্বে পুলিশের ৪ সদস্যের একটি দল। পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার স‍াভারের আমিন বাজার এলাকায় যানজটের সুযোগ নিয়ে শামীম পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পড়া অবস্থায় বাস থেকে নেমে পালিয়ে যান।

পলাতক আসামিকে ধরতে পুলিশ সন্দেহভাজন এলাকায় অনুসন্ধান চালাচ্ছে বলেও জানান তিনি।

 

আপনার মন্তব্য

আলোচিত