ঝিনাইদহ প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০১৬ ১৬:৪৪

ঝিনাইদহে ইয়াবাসহ আটক ২, এমপির পিএস ও প্যানেল মেয়রের বাঁধা

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল সড়কে অভিযান চালিয়ে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকাসহ দু’জনকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। এ সময় স্থানীয় সরকারি দলের নেতাকর্মীরা অভিযানে বাঁধা দিলে অপ্রীতিকর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, এ সময় এমপির পিএস আব্দুর রউফ ও পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম মাদক ব্যবসায়ীদের ছাড়িয়ে নিতে চাইলে র‌্যাব সদস্যরা তাদের উপর চড়াও হয় এবং মারধর করেন।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ অভিযান চালায় র‌্যাব। আটককৃতরা হলেন, কালীগঞ্জ পৌরসভাধীন নিশ্চিন্তপুর গ্রামের নজেন্দ্রনাথের ছেলে তপন কুমার বাটুল এবং একই এলাকার শাহজাহান আলীর ছেলে সাগর হোসেন।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল রোডে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনের একটি ঘরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো বাটুল ও সাগর। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়।

তিনি আরো জানান, র‌্যাবের উপস্থিতির খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ীদের ছাড়িয়ে নিতে আসেন। র‌্যাব তাদেরকে বুঝিয়ে ফেরত পাঠায়। সেখানে অভিযান চালিয়ে ৫১৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ১১ হাজার ২১৫ টাকা জব্দ করে র‌্যাব। র‌্যাব কাউকে মারধর করেনি বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে এমপি আনোয়ারুল আজিম আনার অভিযোগ করেন, আমি আড়মুখ ভিটসর গ্রামে একটি জানাজার অনুষ্ঠানে ছিলাম। এ সময় খবর পেলাম র‌্যাব নিয়ম ভঙ্গ করে সাদা পোশাকে অভিযান চালাচ্ছে এবং জনপ্রতিনিধিসহ যে যাচ্ছে তাকেই মারধর করছে। আমি দ্রুত ঘটনাস্থলে এসে বিষয়টি জানতে চাইলে র‌্যাব আমার সাথেও খারাপ আচরণ করেন।

তিনি অভিযোগ করেন, র‌্যাব তার ভাগ্নে কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ও পিএস আব্দুর রউফ মণ্ডলকে লাথি ও চড় থাপ্পড় মানে। তিনি বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত না হলে পরিস্থিতি আরো জটিল হতো। তিনি সাদা পোশাকে র‌্যাবের অভিযান ও নেতাকর্মীদের মারধরে ক্ষোভ প্রকাশ করে প্রতিকার দাবি করেন।

আপনার মন্তব্য

আলোচিত