সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০১৭ ১৯:০৭

বেঁচে গেলো শিশু খাদিজা

সড়ক দুর্ঘটনায় মা, ভাই, দাদি ঘটনাস্থলেই মারা গেছে। কিন্তু অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে নিহত মায়ের কোলে থাকা শিশু খাদিজা। দমকলকর্মীদের প্রচেষ্টায় রক্ষা পায় আট মাসের শিশু খাদিজা

বুধবার (৪ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ঈশ্বরগঞ্জ পৌর কবরস্থানের সামনে ময়মনসিংহগামী ট্রাকের সঙ্গে ঈশ্বরগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের তিন সদস্য ও অটোরিকশার চালক নিহত হয়।

দমকলকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ইসহাক মিয়া তার স্ত্রী, মা ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের শিমুলতলী এলাকা থেকে ঈশ্বরগঞ্জে ফিরছিলেন। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় মায়ের কোলে থাকা শিশু খাদিজা আঘাত পেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় তার মা, ভাই, দাদির। গুরুতর আহত হয়েছে তার বাবা।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুকনুজ্জামান। তিনি বলেন, 'দুমড়ে-মুচড়ে পড়ে থাকা সিএনজি অটোরিকশার সকলেই মারা গেছে ভেবেছিলাম প্রথমে। কিন্তু ভেতর থেকে শিশুর মৃদু কান্নার শব্দ শুনে অনেক কষ্টে খাদিজাকে উদ্ধার করা হয়। নিহতের মায়ের শরীর জড়িয়ে আটকে থাকা ৮ মাসের শিশুটি পায়ে সামান্য আঘাত পেয়েছে। উদ্ধারের পর দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।'

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, গুরুতর আহত শিশু খাদিজা ও তার বাবা ইসহাককে দমকলকর্মীরা উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে বাবা-মেয়েকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তারা আরও জানিয়েছে, এ দুর্ঘটনায় অটোরিকশাটির চালক চাঁন মিয়াও (৩০) নিহত হয়েছেন; তিনি নান্দাইল উপজেলার আনিপাড়া গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।খাদিজার খালা আনোয়ারা বেগম আহাজারি করতে করতে বলেন, 'প্রায় ছয় মাস পর স্বামী-সন্তান ও শাশুড়িকে নিয়ে আমার বোন (মনোয়ারা বেগম) বাড়ি ফিরছিল। সকালে রওনা দেওয়ার সময় তাদের সাথে কথা হয়েছে। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না।'

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুর রশিদসহ আরো কয়েকজন জানিয়েছেন, দুমড়েমুচড়ে যাওয়া সিএনজির চার যাত্রী ঘটনাস্থলে মারা গেছে। এখানে শিশুটির বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। ভেতরে আটকাপড়া শিশুটিকে দমকলকর্মীরা কৌশলে উদ্ধার না করলে হয়তো এ শিশুটিও পরিবারের অন্য সদস্যদের মতো লাশ হতো।

আপনার মন্তব্য

আলোচিত