বেনাপোল প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০১৭ ২০:১১

বেনাপোলে ৪৪ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ঔষধ জব্দ

বেনাপোলে ৪৪ লাখ টাকা মূল্যের ভারতীয় আমদানি নিষিদ্ধ ঔষধের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনের সামনে থেকে এ ঔষধের চালানটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, তাদের কাছে গোপন খবর আসে চোরাচালানীরা পাসপোর্টে যাত্রীর ছদ্দবেশে ভারত থেকে ঔষধের একটি চালান নিয়ে এপারে প্রবেশ করছে। এ সময় বিজিবি সদস্যরা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভবনের সামনে ব্যাগ বহনকারী কয়েকজনকে ধাওয়া করলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের মধ্য থেকে ৪৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের আমদানি নিষিদ্ধ ভারতীয় ইনজেকশন, ক্যাপসুল ও ট্যাবলেট উদ্ধার করা হয়।  

আপনার মন্তব্য

আলোচিত