সিলেটটুডে ডেস্ক

২২ এপ্রিল, ২০১৭ ১০:১৯

ঝিনাইদহে 'জঙ্গি আস্তানায়' এখনো অভিযান চলছে

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে সন্দেহজনক ‘জঙ্গি আস্তানা’  ঘিরে এখনো চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান।

শুক্রবার সেখানে অভিযান চালিয়ে কোনো জঙ্গিকে পাওয়া যায়নি। তবে সেখানে প্রচুর বিস্ফোরক দ্রব্য, গ্রেনেড ও বোমাভর্তি আত্মঘাতী বন্ধনী (সুইসাইডাল ভেস্ট) পাওয়ার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহম্মদ জানান, 'শনিবার সকাল থেকেই অভিযান চলছে, ওইই বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্র রয়েছে। বাড়ির মালিক আবদুল্লাহ এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি জেএমবির সদস্য। আবদুল্লাহ পাঁচ বছর আগে সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।'

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ঝিনাইদহের ওই জঙ্গি আস্তানা থেকে একটি নাইন এমএম পিস্তল, তিনটি সুইসাইডাল ভেস্ট, প্রেশার কুকার বোমা, রাসায়নিক পদার্থে ভরা ২০টি কনটেইনার, প্রচুর পরিমাণে তৈরি বোমা (আইইডি) ও ডেটোনেটর পাওয়া গেছে।


আপনার মন্তব্য

আলোচিত