সিলেটটুডে ডেস্ক

২৯ জুন, ২০১৭ ১১:০৬

লংগদুতে সেনা অভিযান, একে-৪৭ সহ বিপুল অস্ত্র উদ্ধার

রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে সন্ত্রাসী আস্তানায় সেনা অভিযানে একে-৪৭ সহ চারটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, গুলি ও সেনা পোশাক উদ্ধার করা হয়েছে।

লংগদুর গলাছড়া নামক গহীন অরণ্যে সন্ত্রাসী আস্তানায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর একটি টিম। অভিযানে এখন পর্যন্ত দুটি একে-৪৭, দুটি চাইনিজ রাইফেল, গুলি ও সেনা পোশাক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) ভোররাত থেকে এ অভিযান চলছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সেনা রিজিয়িনের জিটুআই মেজর মো. মুজাহিদুল ইসলাম।

তিনি জানান, রাঙামাটির লংগদু উপজেলায় গলাছড়ার গহীন অরণ্যে সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়ে বৃহস্পতিবার ভোররাতে ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল আবদুল আলীম চৌধুরী অভিযান শুরু করেন।

এ রিপোর্ট লেখার সময় (১০টা ৪০ মিনিট) সেনাবাহিনীর অভিযান চলছিল।

আপনার মন্তব্য

আলোচিত