সিলেটটুডে ডেস্ক

০১ জুলাই, ২০১৭ ১২:১৭

কুষ্টিয়ায় 'জঙ্গি আস্তানা' ঘিরে পুলিশ, ৩ নারী আটক

গুলশানের হোলি আর্টিজেনে হামলার বছরপূর্তির দিনেই কুষ্টিয়াই একটি জঙ্গি আস্তানা ঘিরে পুলিশের অভিযান চলছে।

আইন-শৃঙ্খলা বাহিনী শনিবার সকালে সেখান থেকে তিন নারীকে আটকের পাশাপাশি উদ্ধার করে ‘সুইসাইড ভেস্টসহ’ অস্ত্র ও গোলাবারুদ।

জেলার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান বলছেন, কাউন্টার টেররিজম ইউনিটের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে শহরের তালতলা মসজিদের পাশে নাসিমা খাতুনের মালিকানাধীন এই বাড়িটি ঘিরে অবস্থান নেয় পুলিশ।

পরে রাত ৩টার দিকে কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ যৌথভাবে অভিযান চালায় বলে জানান পুলিশ সুপার।

আটকদের মধ্যে একজন নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চু ওরফে সজিবের স্ত্রী তিথি, নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ড আরমান আলীর স্ত্রী সুমাইয়া ও ভেড়ামারা উপজেলার নগর দৌলতপুর গ্রামের রাজিকুল ওরফে রাশেদ ওরফে তালহার স্ত্রী টলী বেগম বলে জানিয়েছেন পুলিশ সুপার। আটক সুমাইয়ার সঙ্গে তার শিশুসন্তান রয়েছে।

প্রায় দুই মাস আগে নাসিমা খাতুনের মালিকানাধীন এই টিনশেড বাড়িটি জঙ্গিরা ভাড়া নেয়। সেখানে প্রচুর বিস্ফোরক থাকার খবর পুলিশের কাছে রয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত