সিলেটটুডে ডেস্ক

০৩ জুলাই, ২০১৭ ১১:০৮

উত্তরা অগ্নিকাণ্ড, নিহত ২

রাজধানীর উত্তরায় তিনটি ভবনে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (৩ জুলাই) ভোর ৪টার দিকে লাগা আগুন সকাল সাড়ে ১০ টার পর নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর দু’জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনআই জসিম জানান, উত্তরার রাজলক্ষ্মীতে সি-শেল ও একুশে রেস্তোঁরায় ভোর ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ১০ টার  দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণের পর একটি ভবন থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভবনে আর কেউ হতাহত আছেন কি না তা দেখা হচ্ছে।

এর আগে ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, উত্তরার ৫ নম্বর সেক্টরে একুশে রেস্তোরাঁর ৬তলা ভবন ও পাশাপাশি থাকা তিনতলা ভবনে আগুন লেগেছে। সেখানে পাশের ভবনের নিচ থেকে তৃতীয় তলা পর্যন্ত সি-শেল রেস্তোরাঁ ও ভবনের উত্তর পাশে আইসিবি ইসলামিক ব্যাংক এবং দক্ষিণ পাশে স্ট্যান্ডার্ড ব্যাংকের বাণিজ্যিক শাখা রয়েছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত