বেনাপোল প্রতিনিধি

০৮ জুলাই, ২০১৭ ১৬:৪৩

ভারত থেকে দেশে ফিরেছে বিজিবি প্রতিনিধি দল

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে চার দিনের উচ্চ পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে দেশে ফিরেছে বিজিবি প্রতিনিধি দল।

শুক্রবার (৭ জুলাই) রাত ৮টায় প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরে।

বিজিবির নেতৃত্বে ২৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ৩৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাকসুদ, রিভার আইন ব্যাটালিয়নের সিও লে. কর্নেল তানভির আহম্মেদ, রিজিয়ন লজিস্টিক অফিসার লে. কর্নেল খালিদ বিন ইউছুপ ও ২৬ ব্যাটালিয়নর বিজিবির এডি মুনসুর রহমানসহ ১০ সদস্যের প্রতিনিধি।

এর আগে বিজিবি প্রতিনিধি দল ভারত সফর শেষে পেট্রাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক তাদের স্বাগত জানান। পরে বেনাপোল ইমিগ্রেশন শেষে রাত ৯টায় বেনাপোল থেকে গন্তব্যে রওনা দেয় দলটি।

উল্লেখ্য, ভারতের কলকাতায় ৪ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধ, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ বিজিবি প্রতিনিধি দল ফেরত আসার বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আপনার মন্তব্য

আলোচিত