রাঙামাটি প্রতিনিধি

১১ জুলাই, ২০১৭ ১৩:৩২

রামপাল প্রকল্প বাতিলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

সুন্দরবন রক্ষায় রামপাল তাপবিদ্যুতকেন্দ্র বাতিলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে ডাকা প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার ইউনেস্কো'র দেওয়া বক্তব্যের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

এসময় বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সংগঠক কলিন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়া, শহর ছাত্র ইউনিয়নের সদস্য সানাউল্লাহ, শহর ছাত্র ফ্রন্টের আহবায়ক আশাধন চাকমা, সাধারণ সম্পাদক মধুলাল তনচংগ্যা প্রমুখ।

বক্তারা আরও বলেন,এই সরকার পরিবেশবাদী সরকার নয়। অবৈধভাবে বন উজাড় করায় কারণে আজ পাহাড়ের এমন ধস, আর তারই পরিণতিতে দাঁড়িয়েছে দেড় শতাধিক প্রাণের মৃত্যু।

আপনার মন্তব্য

আলোচিত