রাঙ্গামাটি প্রতিনিধি

২৩ জুলাই, ২০১৭ ১৮:৩৯

ঝুঁকিপূর্ণ হওয়ায় আবারও বন্ধ রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক

শনিবার (২২ জুলাই) মধ্যরাত থেকে প্রবল বর্ষণের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের একটি অংশে ভরাট করা মাটি কিছু অংশ ধ্বসে গিয়ে যান চলাচল আবারো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, প্রবল বর্ষণে রাস্তা আবারো ঝুঁকিপূর্ণ হওয়ায় আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়ক মেরামতের কাজ চলছে।

উল্লেখ্য, ১৩ জুন রাঙামাটিতে প্রবল বর্ষণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের দুইটি অংশ সম্পূর্ণ ধ্বসে পড়ে। সড়ক বিভাগের এক মাসের চেষ্টার পর রোববার (১৬ জুলাই) সড়কটি হালকা যান চলাচলের জন্য খুলে দেয়া হলেও পুনরায় সড়কটি ধ্বসে পড়ার ঝুঁকিতে রয়েছে।


আপনার মন্তব্য

আলোচিত