সিলেটটুডে ডেস্ক

২০ অক্টোবর, ২০১৭ ০২:১৮

জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার দুইজনের নাম মো. গিয়াস উদ্দিন (৩৪) ও মো. লিটন (৩৪)।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার রাজধানীর ওয়ারীতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এতে বলা হয়েছে, ২০১৫ সালের মাঝামাঝি সময় ঢাকার নন্দী পাড়ার কোরআন সুন্নাহ একাডেমী মসজিদের ইমাম ও খতিব শায়েখ আরিফ হোসেনের মাধ্যমে জেএমবির দাওয়াত পেয়ে সারোয়ার-তামিম গ্রুপে যোগ দেন গিয়াস উদ্দিন। তিনি ঢাকার বিভিন্ন স্থানে রিকশা চালাতেন এবং মাঝে মাঝে ঢাকার বিভিন্ন হোটেলে বাবুর্চির কাজ করতেন। এই সকল কাজের আড়ালে তিনি জেএমবির দাওয়াতী কাজ করে আসছিলেন। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি মামলার পলাতক আসামি।

এতে আরো বলা হয়েছে, ২০১৫ সালে মুনতাসির নামের এক ব্যক্তির মাধ্যমে দাওয়াত পেয়ে সারোয়ার-তামিম গ্রুপে যোগ দেন লিটন। তিনি ছদ্মবেশ ধারণ করে ঘন ঘন পেশা ও বাসস্থান পরিবর্তন করে ঢাকার বিভিন্ন এলাকায় জেএমবির দাওয়াতী কাজ করে আসছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত