সিলেটটুডে ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৭ ১৩:২৩

সেই রীমা কমিউনিটি সেন্টারের প্রবেশপথ সংস্কার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে রীমা কনভেনশন সেন্টারের প্রবেশপথের নির্মাণ ত্রুটির সংস্কার কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশের নির্দেশনায় সোমবার (২৫ ডিসেম্বর) থেকে এ কাজ শুরু হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নগরীর আসকার দীঘির পাড়ে অবস্থিত ওই কমিউনিটি সেন্টারের মালিক সাহাব উদ্দিনের তত্ত্বাবধানে ১০-১২ জন শ্রমিক এ সংস্কার কাজ শুরু করেন।

এ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের তদন্ত প্রতিবেদনে কমিউনিটি সেন্টারের প্রবেশপথের নির্মাণ ত্রুটির বিষয়টি ওঠে আসে। সে কারণে আমরা কমিউনিটি সেন্টারের মালিককে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সহায়তায় ত্রুটি অপসারণের নির্দেশনা দিয়েছি। তারা আমাদের নির্দেশনায় কাজ শুরু করেছে। ত্রুটি অপসারণের পর ওই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আর বাধা থাকবে না।’

কমিউনিটি সেন্টারের মালিক সাহাব উদ্দিন বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমাদের একটা ড্রয়িং দেওয়া হয়েছে। সে অনুযায়ী সংস্কার কাজ করতে বলা হয়েছে। পুলিশের নির্দেশনা অনুযায়ী আমরা প্রবেশপথের সংস্কার কাজ শুরু করেছি।’

উল্লেখ্য,গত ১৮ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে অংশ নিতে গিয়ে এই কমিউনিটি সেন্টারের প্রবেশপথে পদদলিত হয়ে ১০ জন মারা যান। এই ঘটনায় ওইদিন থেকে কমিউনিটি সেন্টারটিতে অনুষ্ঠান আয়োজন সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেয় চট্টগ্রাম নগর পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত