সিলেটটুডে ডেস্ক

১৫ এপ্রিল, ২০১৮ ১৮:৪৩

পহেলা বৈশাখে পাবনায় ‘কৃষি ও কৃষকমঙ্গল’

কৃষক ও কৃষি শ্রমিকদের সাথে একাত্ম হয়ে পাবনার চাটমোহরের হাঁড়িয়াল বাজারে নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে। বর্ষবরণে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা এবং কৃষি ও কৃষক মঙ্গল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গল শোভাযাত্রাটি উৎসর্গ করা হয় বাংলা সনের প্রবর্তক বাদশা আকবরকে। ব্যতিক্রমী এ অনুষ্ঠানটির আয়োজন করে স্থানীয় যুব ও সাংস্কৃতিক সংগঠন জেন ওয়াই জেড।

শোভাযাত্রায়  হাঁড়িয়ালের বাঘলবাড়ির মাহাতো সম্প্রদায়ের আদিবাসী নারী-পুরুষ কৃষিশ্রমিক-কৃষক-শিক্ষার্থী, বাঙালি কৃষিশ্রমিক-কৃষক, এলাকার সাংস্কৃতিক ও সমাজ কর্মীসহ বিশিষ্টজনরা অংশ নেন।

এতেো অন্যানের মধ্যে অংশ নেন- চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব মো: গোলজার হোসেন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন, চাটমোহর শাখার চেয়ারম্যান কে এম বেলাল হোসেন, হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো:নূরুল ইসলাম, হান্ডিয়াল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো: আবুল হাশেম, সিরাজগঞ্জের নওগাঁর পানসি সাংস্কৃতিক একাডেমীর সদস্যরা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত