বেনাপোল প্রতিনিধি

০৯ মে, ২০১৮ ১৬:০৯

বেনাপোলে প‌রিত্যক্ত অবস্থায় ১২ ‌পিস স্ব‌র্ণের বার উদ্ধার

বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ পিস স্ব‌র্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা।

বুধবার (৯ মে) সকালে বেনাপোল সীমা‌ন্তের পুটখালী গ্রামের খলসী বাজারের ইটভাটা থেকে এ চালানটি জব্দ হয়। ত‌বে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবির সদস্যরা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যাট কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবা‌দে জানা যায় বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন খব‌রের ভিত্তিতে পুটখালী গ্রামের খলসী বাজারের ইটভাটা এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটের মধ্যে এক কেজি ৪ শ গ্রাম ওজনের ১২টি সোনার বার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্ব‌র্ণের বা‌রের আনুমানিক মূল্য ৫৮ লাখ ৮০ হাজার টাকা বলেও জানায় বিজিবি।

আপনার মন্তব্য

আলোচিত