বেনা‌পোল প্রতিনিধি

১১ মে, ২০১৮ ০৩:০২

বেনা‌পোল সীমান্তে ২৪ পিস স্ব‌র্ণেরবার উদ্ধার

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময়  ২ কেজি ৭৪০ গ্রাম ওজনের ২৪ পিস স্বর্নেরবার উদ্ধার ক‌রে‌ছে বি‌জি‌বি সদস্যরা। বৃহস্পতিবার রা‌তে এ স্বর্ণের চালান‌টি উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল বেনাপোল সীমান্তের ভারত বাংলাদেশ মেইন পিলার ২৩ হতে আনুমানিক ১হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘিবা জোড়া ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ণের চালানটি উদ্ধার করে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে সীমান্তের ভারতের অংশে ঢুকে পড়ে। পরে ওখান থেকে ব্যাগটি উদ্ধার করে ব্যাগে থাকা ২৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২কেজি ৭৪০ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ১৭ লাখ ৮২ হাজার টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা। উদ্ধারকৃত স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত