সিলেটটুডে ডেস্ক

০৯ মার্চ, ২০১৯ ১২:১৯

ঢাকা আইনজীবী সমিতিতে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়

ঢাকা আইনজীবী সমিতির ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দুই শীর্ষ পদসহ অধিকাংশ পদে জয় পেয়েছে আওয়ামী সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল।

শুক্রবার মধ্যরাতে ঘোষণা করেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল।

বুধ ও বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি নির্বাচিত হয়েছেন গাজী শাহ আলম, সাধারণ সম্পাদক হয়েছেন মো. আসাদুজ্জামান খান রচি।

সমিতির ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। এর মধ্যে ৯টি সম্পাদকীয় ও ৯টি সদস্য পদ।

অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল জ্যেষ্ঠ সহ-সভাপতিসহ ৩টি সম্পাদকীয় ও ৬টি সদস্য পদে জিতেছে।

সাদা প্যানেলে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ জাহাঙ্গীর আলম মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ ওমর ফারুক আসিফ, দপ্তর সম্পাদক মো. জাহিদুল ইসলাম কাদির, সমাজকল্যাণ সম্পাদক হুমায়ুন খন্দকার টগর ও ক্রীড়া সম্পাদক পদে মো. উজ্জ্বল মিয়া।

নীল প্যানেলের ৩ সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম দেওয়ান, গ্রন্থাগার সম্পাদক মো. জিয়াউল হক জিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোরশেদা খাতুন শিল্পী।

এই নির্বাচনে এবার ভোটার ছিল ১৭ হাজার ৮৯৭ জন। তার মধ্যে ৯ হাজার ৩৬৪ জন ভোট দিয়েছেন।

গতবারের নির্বাচনে সাদা প্যানেল ১৪টি পদে জয়ী হলেও সভাপতি পদে জিতেছিলেন বিএনপি-জামায়াত সমর্থকরা। তার আগের নির্বাচনে সমিতিতে নীল প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা ছিল।

আপনার মন্তব্য

আলোচিত