সিলেটটুডে ডেস্ক

২৮ মার্চ, ২০১৯ ১২:০৩

রাজধানীতে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে দুইজন নিহত হয়েছেন।

বুধবার রাত ৩টার দিকে আফতাবনগর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের একজনের নাম মনির ওরফে টারজান মনির (২৮), অন্যজনের নাম শাহ আলী (২৮)।

গোয়েন্দা পুলিশ উপ-কমিশনার (উত্তর) মশিউর রহমান জানান, মনিরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক পাচারের অভিযোগে এক ডজন মামলা রয়েছে থানায়। আর শাহ আলীর নামে ছয়টি মামলা রয়েছে। আফতাবনগরের অভিযানে ছোট মনির ও শাহাদাত নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমানের বলেন, মাদক কেনবেচার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল রাতে আফতাব নগর এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছু সময় পর গোলাগুলি থামলে সেখানে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান উপ-কমিশনার মাসুদুর রহমান।

ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি, ৫০ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত