সিলেটটুডে ডেস্ক

১৭ ফেব্রুয়ারি , ২০২০ ১৪:০৪

নারায়ণগঞ্জে দগ্ধ আরেকজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকায় আগুনে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তার নাম নুরজাহান (৬০)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুনে একই পরিবারের আট জন দগ্ধ হন। তাদের সবাইকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- নুরজাহান (৬০), মো. কিরণ মিয়া (৪৫), মো. আবুল হোসেন (২৫), মো. হিরন মিয়া (২৫), মো. কাওছার (১৬), মুক্তা (২০), লিমা (৩), আপন (১০)। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

ওই পরিবারের স্বজন ইলিয়াস জানান, ঘুম থেকে উঠে সিগারেটের ধরানোর জন্য আগুন ধরালে পুরো ঘরে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, গ্যাস লাইন লিকেজ থেকে আগুন লেগে থাকতে পারে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ধারণা করা হচ্ছে সারারাত গ্যাসের চুলা থেকে অল্প অল্প গ্যাস বের হয়ে পুরো বাড়িতে জমা হয়েছে। পরে সকালে চুলা জ্বালানোর সময় জমে থাকা গ্যাসের কারণে আগুন ধরে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত