সিলেটটুডে ডেস্ক

০৭ মার্চ, ২০২০ ১৪:২৫

মুজিববর্ষের নামে চাঁদাবাজির অভিযোগে ৩ যুবলীগ কর্মী গ্রেপ্তার

মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজন যুবলীগের এক নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) নগরীর নন্দনকানন এলাকায় একটি প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের দেওয়া তথ্যে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন- শেখ রিয়াজ আহম্মেদ রাজু (৪০), মো. শাহজাহান (৪৫) ও বাটল বড়ুয়া ডানো (৩৮)।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ জানান, আমরা কয়েকদিন ধরে খবর পাচ্ছিলাম, মুজিববর্ষ নিয়ে চাঁদাবাজি করছে একটি মহল। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মুজিববর্ষ নিয়ে কেউ চাঁদাবাজি করলে সেটা যেন কঠোরভাবে দমন করা হয়। সেই সিদ্ধান্তের আলোকে সিএমপির কমিশনার স্যারের নির্দেশে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছি।

তিনি আরও বলেন, তারা যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর নামে চাঁদাবাজি করেছে। নিজেদের যুবলীগ কর্মী দাবি করলেও কোনো পদ-পদবীধারী তারা নন।

আপনার মন্তব্য

আলোচিত