বেনাপোল প্রতিনিধি

০৮ মার্চ, ২০২০ ২২:৩০

ভারতে দোল উৎসব, সোমবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি হলো দোল বা হোলি উৎসব। তাই সোমবার (৯ মার্চ) দোল উৎসব উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় ভারতের প্রেট্রাপোল বন্দরের সাথে বেনাপোল বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এসময় দু’দেশে মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত সচল থাকবে।

ভারতের প্রেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতে দোল উৎসবের কারণে সোমবার সরকারি ছুটি । তাই ভাতর-বাংলাদেশ দু’দেশের মধ্যে সকল প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার সুপার নাশিদুল হক বলেন, ওপারে দোল উৎসব হওয়ায় সোমবার ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে মঙ্গলবার সকাল থেকে যথা নিয়মে দু’দেশের মধ্যে আমদানি -রপ্তানি বাণিজ্য শুরু হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, দোল উৎসবে দু’ দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত