০৯ জুন, ২০২০ ১০:৪৯
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় বিষয়টি মৌখিকভাবে জেনেছেন বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আবু বক্কর সিদ্দিক।
এডিসি আবু বক্কর জানান, গত ৫ জুন সিএমপি কমিশনারের গায়ে জ্বর আসে। সেদিন থেকেই তিনি বাসায় আইসোলেশনে আছেন। পরদিন তার নমুনা সংগ্রহ করা হয়।
‘সন্ধ্যায় মৌখিকভাবে আমাদের জানানো হয়েছে, আমাদের কমিশনার স্যার করোনা পজিটিভ। ডক্যুমেন্ট এখনো পাইনি। সকালে পাব,’— বলেন আবু বক্কর।
সিএমপিতে প্রায় ১৫০ সদস্য করোনায় আক্রান্ত আছেন। মারা গেছেন তিন জন।
আপনার মন্তব্য