গোলাপগঞ্জ প্রতিনিধি

১১ জুন, ২০২০ ১৩:৪৭

করোনায় গোলাপগঞ্জের বৃদ্ধের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের গোলাপগঞ্জের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি উপজেলার বাঘা ইউনিয়নের নলুয়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মনিসর শাহিনুর ইসলাম শাহিন ও রোগীর ভাগ্নে মোস্তাক আহমদ।

জানা যায়, গত ৩১ মে ওই বৃদ্ধের রিপোর্ট করোনা পজিটিভ আসলে তাকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। তিনি যক্ষায়ও আক্রান্ত ছিলেন বলেও জানা যায়।

এর আগে, গোলাপগঞ্জ উপজেলায় বসবাসরত বাদেপাশা ইউনিয়নের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়। এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলার দুইজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৮ জন।

আপনার মন্তব্য

আলোচিত