
১৭ জুন, ২০২০ ১৪:২৬
মৌলভীবাজারের জুড়ীতে একই পরিবারের তিন জনসহ মোট চারজনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। তবে ১১ দিন পর রিপোর্ট আসায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীসহ তাদের পরিবার।
গত ৫ জুন উপজেলার ভোগতেরা গ্রামের (৩২) বয়সী এক ব্যবসায়ীর করোনা পজিটিভ আসে। পরে তার পরিবারের নমুনা সংগ্রহে সিলেট পাঠানো হলে আজ ১৭ জুন ১১ দিন পর রিপোর্ট আসে তাদের পরিবারের আরও ৩ জনের করোনা পজিটিভ।
বিজ্ঞাপন
এ নিয়ে একই পরিবারের ৪ জন আক্রান্ত। তাদেরকে নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
অপর আক্রান্ত ব্যক্তি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মাগুরা গ্রামের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, আজ বুধবার তাদের রিপোর্ট পজিটিভ আসায় তাদের বাড়ি লকডাউন করে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।
এ নিয়ে এ উপজেলায় মোট ১৮ জন আক্রান্ত হলেন। তাদের মধ্যে ১ জন মারা গেছেন এবং নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৭ জন। বাকিরা সবাই ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়িতে আছেন।
আপনার মন্তব্য