আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট, ২০২০ ২১:৪২

বিদেশফেরত নারীর শরীরে করোনা, লকডাউনে ভুটান

বিদেশফেরত এক নাগরিকের দেহে নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর ভুটানজুড়ে প্রথমবারের মতো লকডাউন আরোপ করেছে ভুটানের কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

এদিকে, দেশটিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১১৩। যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।ভুটানে এখন পর্যন্ত করোনায় কেউ মারা যায়নি।

এর আগে, মার্চে যুক্তরাষ্ট্রের এক পর্যটকের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর পর্যটনে নিষেধাজ্ঞা আরোপ করে ভুটান। পাশাপাশি বিদেশফেরত প্রত্যেককে তিন সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, কুয়েতফেরত এক নারী বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ করার পর শনাক্তকরণ পরীক্ষায় ফল 'নেগেটিভ' আসায় ছাড়া পান। কিন্তু, সোমবার (১০ আগস্ট) একটি ক্লিনিকে ফের শনাক্তকরণ পরীক্ষায় তার দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি মেলে। কর্তৃপক্ষ এর পরপরই দেশজুড়ে লকডাউনের ঘোষণা দেয়।

এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সংক্রমণের চেইন ভেঙে দিতে, রোগী শনাক্ত ও তাদের আইসোলেশন নিশ্চিত করতেই অভূতপূর্ব এ লকডাউন দেওয়া হয়েছে। একইসাথে উপসর্গবিহীন রোগী, সংক্রমণের বিস্তৃতি ও রোগটি থেকে নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে সবাইকে ঘরে থাকার নির্দেশনাও দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ছাড়াও সকল স্কুল, ব্যবসায় প্রতিষ্ঠান, অফিস ও বাণিজ্যিক স্থাপনা বন্ধ থাকছে। শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকা শিক্ষক-শিক্ষার্থীদের কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশনা মেনে নিজ নিজ ক্যাম্পাসের মধ্যেই থাকতে বলা হয়েছে।

পাশাপাশি, করোনা বিস্তারের গতি শ্লথ করতে দেশটিতে ঢোকার সব প্রবেশপথে যাচাই-বাছাই, পর্যবেক্ষণ ও শনাক্তকরণ পরীক্ষার উপর জোর দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। বাণিজ্যিক যাতায়াত বন্ধ থাকলেও বিভিন্ন দেশে আটকে পড়া ভুটানিদের ফিরিয়ে আনতে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারি ছোট এ দেশটির পর্যটন খাতকে একেবারে পঙ্গু করে দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। হিমালয়ের কোলঘেঁষা দেশটির অর্থনীতি মূলত পর্যটনের ওপরই নির্ভরশীল। পাঁচ বছর ধরে দেশটি এ খাত থেকে গড়ে প্রতি বছর প্রায় আট কোটি ডলার আয় করেছে। মাত্র সাড়ে সাত লাখ বাসিন্দার এ দেশটিতে গত বছর তিন লাখ ১৫ হাজারের বেশি পর্যটক গিয়েছে। এ সংখ্যা আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি বলে রয়টার্স জানিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত