নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২০ ২২:০৭

শাবির ল্যাবে ১০০ জনের করোনা শনাক্ত, ৬৩ জনই সিলেটের

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ১০০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলায়। যাদের ৬৩ জনই সিলেট জেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম  নুরুন্নবি আজাদ জুয়েল।

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ১০০ জনের মধ্যে সুনামগঞ্জের ১৯ জন, হবিগঞ্জের ১৮ জন ও সিলেট জেলার ৬৩ জন রোগী রয়েছেন।

এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে মঙ্গলবার সিলেটের ৯৭টি, হবিগঞ্জের ৩৩টি ও সুনামগঞ্জের ৮৪ টিসহ মোট ২১৪ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে পূর্বের সংগ্রহে থাকা আরও কয়েকটিসহ নমুনা নিয়ে মোট ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হলে এ ১০০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবের ফলাফল জানা যায়নি

আপনার মন্তব্য

আলোচিত