সিলেটটুডে ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২০ ১৩:৫১

এখনই ব্যাপকহারে ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা নেই

করোনার ভ্যাকসিন ব্যাপকহারে বাজারে আসার সম্ভাবনা এখনও নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে তারা বলছে, ২০২১ সালের মাঝামাঝি সময়ে তা আসতে পারে।

শুক্রবার সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, যে সব ভ্যাকসিনের এখনও পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে, কোভিড ১৯ মোকাবিলায় তা কতটা কার্যকর, সে বিষয়ে কোনও সংস্থাই পরিষ্কার আভাস দেয়নি। তাই সেসব প্রতিষেধকের কার্যকারিতা কতটুকু এবং তা কতটা নিরাপদ তা আরও ভাল ভাবে খতিয়ে দেখা উচিত বলে মনে করে বিশ্বস্বাস্থ্য সংস্থা। খবর আনন্দবাজার পত্রিকার।

গতমাসে রাশিয়ার করোনা প্রতিষেধক প্রয়োগের অনুমতি দেয়ার পর এর বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সম্প্রতি এক প্রতিবেদনে রাশিয়া দাবি করেছে এই টিকা শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য দপ্তরের সূত্র এবং ফাইজার সংস্থা জানায় অক্টোবরের শেষেই প্রতিষেধক সরবরাহ করা হবে।

মার্গারেট বলেন, প্রতিষেধকের তৃতীয় পর্বের পরীক্ষা একটা দীর্ঘ সময় নিয়ে করা উচিত। সে প্রতিষেধক আদৌ কার্যকর কিংবা নিরাপদ কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা উচিত।

আপনার মন্তব্য

আলোচিত