নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২০ ২৩:০৯

সিলেটের দুই ল্যাবে ৮৪ জনের করোনা শনাক্ত

সিলেটের দুই ল্যাবে আরও ৮৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৮৪ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ওসমানীতে ৫১ জন ও শাবিতে ৩৩ জনের করোনা পজিটিভ এসেছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচালক হিমাংশু লাল রায় জানান, ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ৫১ জনের মধ্যে ৪৩ জনই সিলেট জেলার বাসিন্দা এদের বেশিলবাগই সিলেট মহানগর ও সদর উপজেলার। এছাড়া মৌলভীবাজারের ৪ জন, সুনামগঞ্জের ৩ ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

অপরদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানা্ন, শনিবার শাবিতে শনাক্ত হওয়া ৩৩ জনের মধ্যে সিলেটের ২জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ১০ জন ও মৌলভীবাজারের ১১ জন রয়েছেন।

মোট ১৪২টি নমুনা পরীক্ষায় এই ৩৩ জনের করোনা শনাক্ত হয় বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত