আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২০ ১২:২০

বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে

বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ৯২৮ জনে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ তথ্য জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ)।

জেএইচইউর তথ্য অনুসারে, করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৯,১৩,০০১৮ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯০ লাখের বেশি মানুষ।

এ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৪,৪৩,২২৭ জন রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১,৯২,৯৬৮ জন।

বিজ্ঞাপন

এদিকে, সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ এবং মৃত্যু হয়েছে ৭৬ হাজার ২৭১ জনের।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪২ লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৯ হাজার ৫২২ জনের।

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪,৬৬৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১,৭৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩,৩৪,৭৬২ জনে।

আপনার মন্তব্য

আলোচিত