নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২০ ২২:৪৭

ওসমানীর ল্যাবে ২৬ করোনা রোগী শনাক্ত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ২৬ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়।

বিজ্ঞাপন

তিনি জানান,  আজ ওসমানীর পিসিআর ল্যাব ২৭৬ টি নমুনা গ্রহন করে। তবে পূর্বের সংগ্রহীত আরও কিছু নমুনা নিয়ে এদিন ২৮২ টি নমুনা পরীক্ষা করা হলে এই ২৬ জনের করোনা পজিটিভ আসে।

এর আগে একইদিন সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ১৫ টি নমুনা পজিটিভ আসে। শনাক্ত হওয়া ১৫ জনের মধ্যে সুনামগঞ্জের ৯ জন ও সিলেট জেলার ৬ জন রোগী রয়েছেন।



আপনার মন্তব্য

আলোচিত