নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২০ ২২:৫৪

শাবির ল্যাবে ৬০ জনের করোনা শনাক্ত

সিলেটে করোনা সংক্রমণের হার কিছুতেই কমছে না। মাঝখানে কিছুদিন শনাক্তের হার কিছুটা কমলেও আবার তা বাড়তে শুরু করেছে। বুধবারও (১৬ সেপ্টেম্বর) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (শাবি)-এর ল্যাবে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এরআগে একইদিনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮ জনের করোনা শনাক্ত হয়। ফলে সিলেটের দুই ল্যাব মিলিয়ে একদিনে নতুন করে আরও ৮৮ জনের করোনা শনাক্ত হলো।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল বলেন, শাবিতে বুধবার ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্তের মধ্যে সিলেটের ৯ জন, মৌলভীবাজারের ১৭ জন, সুনামগঞ্জের ২৬ জন ও হবিগঞ্জ জেলার ৮ জন রয়েছেন বলে জানান তিনি।

জুয়েল জানান, বুধবার সিলেটের চার জেলা থেকে ২৬৪টি নতুন নমুনা আসে শাবির ল্যাবে।

আপনার মন্তব্য

আলোচিত