আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৬:০৯

টিকার আগেই করোনায় ২০ লাখ মৃত্যু হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা টিকার বিশ্বব্যাপী ব্যবহার শুরু হওয়ার আগেই বৈশ্বিক মহামারিতে মৃত্যু ২০ লাখ ছুঁতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে ডব্লিউএইচও'র জরুরি সাড়াদান কর্মসূচির পরিচালক মাইক রায়ান এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, করোনা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে ব্যর্থ হলে দুঃখজনকভাবে করোনায় ২০ লাখ মৃত্যু মেনে নিতে হবে।

ইতোমধ্যেই, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, এশিয়া-আফ্রিকা-ইউরোপ কোথাও আমরা ঝুঁকিমুক্ত হতে পারিনি। তবে, দেশগুলো করোনা ঝুঁকির কথা মাথায় না রেখেই যেভাবে বিধিনিষেধ শিথিল করেছে তাতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমরা নির্দিষ্টভাবে কোনো জনগোষ্ঠীকে দোষারোপ করতে পারছি না।

এছাড়াও, ডব্লিউএইচও'র করোনা টিকা বিষইয়ক বৈশ্বিক জোট কোভ্যাক্সে চীনের অংশগ্রহণ নিশ্চিত করতে এখনও আলোচনা অব্যাহত আছে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

এদিকে, কোভ্যাক্সের অংশ হতে তাইওয়ান ইতোমধ্যেই চুক্তিতে সই করেছে বলে ডব্লিউএইচও জানিয়েছে।

পাশাপাশি, বৈশ্বিক জোট গঠনের একটি খসড়া শুক্রবার প্রস্তুত করেছে ডব্লিউএইচও। অক্টোবরের শুরু থেকে ওই ওই জোট গঠনের খসড়ার গণমন্তব্যের জন্য উন্মোচিত করা হবে বলেও জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত