সিলেটটুডে ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৩:৩৭

সুনামগঞ্জে করোনায় আরও ২ জনের মৃত্যু, বিভাগে নতুন শনাক্ত ২৮

সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। দুইজনই শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের শহীদ শামসুদ্দিন আহমহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টার সিলেট বিভাগে ৭৯ জন রোগী সুস্থের পাশাপাশি নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৮ জন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে রোববার সকাল ৮ টা  পর্যন্ত নতুন শনাক্ত ২৮ জন রোগীর মধ্যে ১০ জন সিলেট জেলায় বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ১৫ জন ও  ৩ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

একই সময়ে সুস্থ হওয়া ৭৯ রোগীর মধ্যে একদিনে সর্বাধিক রোগী সুস্থ হয়েছেন সিলেট জেলায় ৩২ জন। ২৯ জন মৌলভীবাজার জেলায়, সুনামগঞ্জে ১২ জন ও হবিগঞ্জে ৬ জন রোগী সুস্থ হয়েছেন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১২ হাজার ৫৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৭৮৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩২৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৩৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৭২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১০ হাজার ২৬৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২১৬ জন।

আপনার মন্তব্য

আলোচিত