আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৫০

মৌসুমি সংক্রামক ব্যাধিতে পরিণত হতে পারে করোনাভাইরাস : হ্যান্স ক্লুগ

করোনাভাইরাস মৌসুমি সংক্রামক ব্যাধিতে পরিণত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ।

সোমবার রাশিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি করোনাভাইরাসকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গ্রুপের সমগোত্রীয় হিসেবে উল্লেখ করে বলেন, 'সে হিসেবে এটি মৌসুমি সংক্রামক ব্যাধিতে পরিণত হতে পারে।'

তিনি বলেন, 'একজন আশাবাদী হিসেবে আমার নীতি হলো আমি সবচেয়ে ভালোটাই আশা করি। কিন্তু সবচেয়ে খারাপটার জন্যও প্রস্তুত থাকি।

বিজ্ঞাপন

গত বছরের ডিসেম্বরে চীনা কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উহান শহরে ছড়িয়ে পড়া এক অজানা নিউমোনিয়ার কথা জানায়। এরপর সংস্থার দেয়া কোভিড-১৯ নামে রোগটি বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে।

করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৩ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ১৬৬ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ কোটি ৪৮ লাখ ৮০ হাজার ৯৪৯ জন সেরে উঠলেও প্রাণ গেছে ১০ লাখ ৬ হাজার ৩৭৯ জনের। বাকি ৭৬ লাখ ৬৪ হাজার ৮৩৮ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত